চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘নিরাপদ মাছে ভরব দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। মৎস্য সম্পর্কিত জাতীয় স্থানীয় তথ্য উপস্থাপন করেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট মৎস্য চাষি ৬ হাজার ৫’শ ৫৪ জন। মৎস্যজীবী ৯ হাজার ৮’শ ৬৯ জন। আর জেলায় পুকুর রয়েছে ১১ হাজার ৫৪৯টি। এর মধ্যে সরকারি পুকুর ৩ হাজার ১৬টি এবং বেসরকারি পুকুর ৮ হাজার ৩৩টি। বিল ৬৩টি, প্লাবনভূমি ৬৯টি এবং নদী ৪টি। জেলায় মোট মাছের চাহিদা ২৪ হাজার ৮৭৬ মেট্রিক টন। উৎপাদন ২০ হাজার ১ মেট্রিক টন। জেলায় মাছের ঘাটতি ৪ হাজার ৮৭৫ মেট্রিক টন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.