চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থার ওঠান বৈঠক

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাল্য বিয়ে প্রতিরোধ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ওঠান বৈঠক করেছে জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখা।

আজ সোমবার বিকেলে শহরের ফুড অফিস মোড়স্থ জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার কার্যালয়ে বৈঠকে বক্তব্য রাখেন জেলা শাখা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা।

এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার কম্পিউটার অপারেটর কাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফিয়া খাতুন, ট্রেড প্রশিক্ষক রেহেনা ইয়াসমিন, নকশী কাঁথা ট্রেড ও নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প প্রশিক্ষক সেনুরা বেগম, সহকারি ট্রেড ও নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প প্রশিক্ষক মুনিরা ইসলাম, আইটি সহকারি প্রোগ্রামার তাসরিন সুলতানা ও সহকারি কম্পিউটার প্রশিক্ষক রেহনাজ বন্যাসহ অন্যরা।

বৈঠ্যকে বাল্য বিয়ে প্রতিরোধ, বাল্য বিয়ের কুফল ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বিভিন্ন এলাকার প্রায় ৩০জন নারী অংশগ্রহন করে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.