চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘সোনালী আশেঁর সোনার দেশ-পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এ স্নোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন হয়। এ উপলক্ষে বের করা হয় একটি র‌্যালি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ অজিত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ ওরাঁও। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মুহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবীদ রোকনুজ্জামান রোকন, চেম্বার অব কর্মাসের পরিচালক শহিদুল ইসলামসহ অন্যরা।
বক্তারা দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন এবং পরিবেশ বান্ধব পাটের বস্তা এবং পাট জাতীয় পণ্য ব্যবহার করে দেশকে সমৃদ্ধ করার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.