চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা হয়। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় দিবসের আলোকে মুল প্রবন্ধ পাঠ করেন, বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির জেলা সভাপতি সেলিম রেজা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহম্মদ নজরুল ইসলামসহ অন্যরা। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, জেলা গণপুর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন আলী, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, জেলা চেম্বারের পরিচালক মোঃ শহীদুল ইসলাম, জেলা বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবির, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী ওলিউল আজিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহম্মদ আনিছুর রহমান খানসহ অন্যরা।
সভায় বক্তারা, উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। সেই সাথে দেশের উন্নয়নচিত্র তুলে ধরে বক্তারা বলেন, দেশের উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করায় এখন সরকারের বড় চ্যালেঞ্জ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.