BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ব্যাংকিং ও পরিচয়পত্র।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মো. রেজাউল হক (৩৫) ঢাকার একটি টেক্সটাইল মিলের সুতা সরবরাহকারী হিসেবে কাজ করেন। তিনি গত ১৩ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রামীণ ট্রাভেলসযোগে পরিবারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

১৪ জানুয়ারি ভোর আনুমানিক ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে বাসটি থামলে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে উঠে পড়ে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ জন আসামিকে গ্রেপ্তার করে।

অভিযানে একটি ধারালো হাসুয়া, একটি লাঠি, একটি ভ্যানিটি ব্যাগ, ব্যবহৃত পোশাকসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি ১১ প্রো মডেলের আইফোন (মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা),একটি এন্ড্রয়েড ফোন,একাধিক ব্যাংকের চেক বই,৮টি ব্যাংক ভিসা কার্ড,১টি ক্রেডিট কার্ড,২টি প্রাইওরিটি পাস কার্ড,১টি মোবাইল ইন্স্যুরেন্স কার্ড,নগদ ১২ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।

গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, মো. এনামুল হক (৪৬),মো.রুকন (৩৮) ও মো. আওয়াল (৪০)।তিনজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে জানান, আসামিদের বিরুদ্ধে দন্ড বিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা