বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে এক মোটরসাইকেল চোর ও এক কুখ্যাত ডাকাত এব জেলা শহরের চরজোতপ্রতাপ মৃধাপাড়ায় ঘটনার বিষ্ফোরত মামলার আসামীসহ ৫ জন গ্রেফতার হয়েছে। পৃথক পৃথক অভিযানে এদের গ্রেফতার করে পুলিশ। অভিযানে চোরাই মোটরসাইকেল এবং হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের শামীমের ছেলে মো: রকি (২৫) এবং গ্রেফতারকৃত ডাকাত জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মোঃ মানিক আলী (৩২)।
জেলা পুলিশের প্রেসনোটে শনিবার দিবাগত গভীর রাতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় নাচোল থানার রেলওয়ে স্টেশন সংলগ্ন শ্রীরামপুর নামক এলাকা থেকে মোটরসাইকেল চোর রকিকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে নাচোল থানা পুলিশ।
এছাড়া অপর এক অভিযানে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কুখ্যাত মানিক ডাকাতকে শিবগঞ্জ থানার কানসাট থেকে ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে পৃথকভাবে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশের পৃথক প্রেসনোটে জানানো হয়, গত ৪ জুলাই রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরজোতপ্রতাপ মৃধাপাড়াস্থ জনৈক সাদিকুল ইসলামের রেস্টুরেন্টের সামনে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। অতঃপর গভীর রাতে একই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় সদর থানায় দায়ের কৃত মামলায় এজাহার নামীয় মাহমুদ, মোসা এবং রাতুলকে গ্রেফতার করা হয়েছে।
বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ (স্বপ্নপুরী) মহল্লার মোঃ কাবির খাঁ’র ছেলে মোঃ মাহামুদ মাহামুদ কানা (২০), আরামবাগ মহল্লার মোঃ শাহিন এর ছেলে মোঃ রাতুল (২০) এবং একই এলাকার মোঃ মানিক এর ছেলে মোঃ মোসা (১৭)। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.