চাঁপাইনবাবগঞ্জে গ্রন্থাগার দিবসে র‌্যালি ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’- এ শ্লোগানে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সরকারী গণগ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। পরে জেলা সরকারী গণগ্রন্থাগারে আলোচনা সভা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস ছামাদ মোল্লা, গণগ্রন্থাগারিক মাসুদ রানা, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় প্রক্টর এস.এম শহীদুল ইসলাম, বাংলাদেশ গ্রন্থাগার পেশাজীবি পরিষদের জেলা সভাপতি আমিনুল ইসলাম, প্রভাষক ড. ইমদাদুল হক মামুনসহ শিক্ষক-শিক্ষার্থী ও পাঠকরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.