চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জল ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।
‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ¦ালানী’ শ্লোগানে বের হওয়া র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গণপূর্ত বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে র‌্যালী পূর্ব স্বাগত বক্তব্য রাখেন জেলা আইডিইবি’র সভাপতি আলহাজ্ব প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম।
কর্মসূচী সঞ্চালনা করেন জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী সত্যজিৎ রায়। র‌্যালিতে জেলা আইডিইবি’র সহ-সভাপতি খুরশিদ আলম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরল আওলিয়া বাবুল, জেলা সংগ্রাম পরিষদের আহবায়ক প্রকৌকলী মেহদী খান, সদস্য সচিব প্রকৌশলী ফিরোজ হোসেন, যুগ্ম সদস্য সচিব আহসানুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, টিটিসি’র অধ্যক্ষ মোঃ মঈনুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক মোখলেসুর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহায়েদুল ইসলাম, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীগণ, আইডিইবি’র সদস্যরা, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নেয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.