চাঁপাইনবাবগঞ্জে কেজিপুর কলেজে নবীন বরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।

আজ সোমবার সকালে কলেজের এম আফজাল হোসেন অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মমতাজ বেগম। কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহা. রফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজের গভনিং কমিটির সভাপতি ও রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মহসিন আলী, কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূহ।

কলেজের গ্রন্থাগারিক ও জেলা রোভারের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আহসান উদ্দিন, জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি এনামুল হক তুফান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক মো. তরিকুল আলম, কলেজের শিক্ষক মো. আবুল কালাম আজাদ, মো. জাহাঙ্গীর আলমসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মমতাজ বেগম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, এখন তোমাদের উপযুক্ত সময় নিজেদেরকে সুনাগরিক ও মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার। এই সময়টির উপযুক্ত ব্যবহার করতে পারলে একদিকে যেমন প্রতিষ্ঠিত হওয়া যায়, অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সম্মান পাওয়া যাবে। তোমাদের দিকেই তাকিয়ে আছে এদেশ। সোনার বাংলা গড়তে তোমাদেরকেই এগিয়ে আসতে হবে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.