চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষেআজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বর থেকে এক র‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মো. মিজানুর রহমান, জেলা কৃষকলীগ সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো, সহ-সভাপিত আব্দুল হাকিম, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. রুহুল আমীন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, লেলিন প্রামানিকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

এর আগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্ভাবন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.