চাঁপাইনবাবগঞ্জে কিশোর-কিশোরীদের সম্মেলন ॥ সকলকে সচেতন হওয়ার আহ্বান

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিসেফ এর সহায়তায় প্রথমবারের মত কিশোর-কিশোরীদের সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। ‘বাল্য বিবাহ বন্ধ করি, উন্নত জীবন গঠন করি’ শ্লোগানে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, ইউনিসেফ এর রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হালিম, নবাবগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। বক্তব্য রাখেন, জেসমিন হোসেন, শিক্ষার্থী মোসা. আইরিন খাতুন, মো. জিহাদ হাসান, মোসা. ববিতা খাতুন, কাউসার আহমেদ, শাহিদা আখতার রেখা, নায়লা রেজুয়ানা প্রত্যাশা, স্বর্ণকিশোরী ক্লাবের নেত্রী সালমা খাতুন, অভিভাবক দিলারা খাতুন, মুনিরা বেগম, রোকসানা খাতুন, পৌর কাউন্সিলর মাসকুরা বেগম, এনজিও কর্মী মিনাজ তালুকদারসহ অন্যরা।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ড কেরামত আলী, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, এন.এস.আই’র প্রতিনিধি মাহমুদুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিব, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দীন, ডি.এম তালেবুন্নবী, সাপ্তাহিত সোনামসজিদ’র সম্পাদক মোহা. জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলা এলজিসি সমন্বয়ক শরিফা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য শান্তনা হক শান্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার সকল উপজেলার কিশোর-কিশোরীরা, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। বক্তারা বলেন, অভিভাবকদের সচেতনার মাধ্যমে সন্তানদের সাথে বন্ধুর মত ব্যবহার করতে হবে। সামাজিক ও পারিকারিক বন্ধন গড়ে তুলতে হবে। বক্তারা বলেন, বিভিন্ন সিরিয়াল দেখে সমাজের বাল্য বিয়ে, বহু বিয়ের মাত্রা বেশী বেড়ে যাচ্ছে।

একজন মেয়ে যেন চিন্তা ভাবনা করে, আমি একজন ভালো ছেলেকে বিয়ে করবো, এই চিন্তা করা। মেয়েদেরই বিয়ে করার কথা চিন্তা করতে হবে, বিয়ে হবে কথাটি মুছে ফেলতে হবে। বাল্য বিয়ে বন্ধে ও সামাজিক বন্ধন গড়ে তুলেতে জনপ্রতিনিধিদের আরো সচেতন হতে হবে। বাল্য বিয়ে, নারীদের ক্ষমতায়ন ও প্রয়োজনীয় বিষয় এবং সামাজিকভাবে অভিভাবকসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.