চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমন নিম্নমূখী, ২৪ ঘন্টায় মৃত্যু-৪, মোট মৃত্যু-১০২


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের হার কিছুটা নিম্নমূখী। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। জেলায় করোনায় মোট মৃত্যু ১০২ জনের। জেলায় করোনা সংক্রমনের হার গড়ে ১৩% এর উপরে। জেলায় ৩০৩ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ৪০ জন। এখনও জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেনি। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান সিভিল সার্জনের।
আজ শনিবার দুপুরে জেলার সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জে আজ শনিবার সকাল পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় জেলায় ৩০৩টি নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে ৪০ জনের। এর মধ্যে ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের পজেটিভ রেজাল্ট এসেছে। র‌্যাপিড টেস্টে এসেছে ২৩২টি তে ২৬ জন পজেটিভ। জিনেক্স টেস্ট হয়নি শুক্রবার।
চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৩ হাজার ৯০৭জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪’শ ১২ জন। প্রাণহানি ঘটেছে ১০২ জনের। জেলায় মোট করোনায় চিকিৎসাধিন মোট রোগীর সংখ্যা-১ হাজার ৪৯৫ জন। সদর হাসপাতালে ৭২টি বেডের বিপরিতে বুধবার সকাল পর্যন্ত করোনা রোগী ভর্তি রয়েছে ৭২ জন।
তিনি বলেন, জেলায় করোনা সনাক্তের হার নিম্নমূখী। রাজশাহী বিভাগে করোনা সংক্রমনের নিম্নহার পাবনার পরে চাঁপাইনবাবগঞ্জে। জেলার করোনা এখনও নিয়ন্ত্রণের বাহিরেই আছে। জেলার মানুষ সচেতন হয়ে সঠিকভাবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে জেলার করোনা সংক্রমন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.