চাঁপাইনবাবগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২৬, মোট আক্রান্ত ৫১৮


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে এক দিনের ব্যবধানে বুধবার আবারও নতুন আরও ২৬ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে।

গত মঙ্গলবার (৪ আগষ্ট) রাতে চিকিৎসকসহ ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট সুস্থ্য হয়েছেন ২২৮ জন করোনা রোগী। জেলায় করোনায় মারা গেছে ২ নারীসহ মোট ৮ জন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বুধবার রাতে মোট ৪১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৫ জনের রেজাল্ট এসেছে নেগেটিভ।

এর আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো ১৩ টি নমুনার বিপরীতে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত ৫ জনের মধ্যে ১ জন চিকিৎসক রয়েছেন। তারা সবাই নাচোলের বাসিন্দা এবং নাচোলে কর্মরত।

সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.