চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী বিষয় তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ জামান।

বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সায়ফুল ইসলাম আতাতুর্ক। উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব মো. মঞ্জুরুল হুদা,

সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা. জোনাব আলী, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, এনডিসি মো. আসাদুজ্জামান,

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, স্বাধীন সাহিত্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী,

জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, মুসফিকুর রহমান, নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল জলিল, গোলাম ফারুক মিঠুন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান, আজাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম,

গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহ্মদ, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রতিনিধিরা।

সভায় আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, রচনা প্রতিযোগিতা, হরিমোহন সরকারী উচ্চ বিদ্যলয় মাঠে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও স্বাধীনতা বিষয়ে

আলোচনা সভা ও পুরস্কার বিতরনী, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন।

দিবসটি উপলক্ষে স্থানীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া দিবসের কর্মসূচীগুলো প্রচারের জন্য জেলার প্রেসক্লাবগুলোসহ বিভিন্ন প্রচার মাধ্যমকেও অনুরোধ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে ১৬ এপ্রিল গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঐতিহাসিক মুজিবনগর দিবস চাঁপাইনবাবগঞ্জে যথাযথভাবে উদযাপনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.