চাঁপাইনবাবগঞ্জে ‘এরফান গ্রুপ’র ঈদ উপলক্ষে বস্ত্র ও অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে কাপড়, ফিতরা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যানপুরে এরফান গ্রুপের মিলে যাকাতের কাপড় ও নগদ অর্থ বিতরণ করেন এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. এরফান আলী।

এসময় উপস্থিত ছিলেন ‘এরফান গ্রুপ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, ব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন মো. জাকির হোসেন, গ্রুপের প্রকৌশলী মো. আলমগীর কবীর, হিসাব রক্ষণ মোঃ শামীম আক্তার, স্টোর ম্যানেজার মেহেদী হাসান, পরিবহন বিভাগের প্রকৌশলী মো. সাদ্দাম হোসেনসহ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। শাড়ি, লুঙ্গী ও নগদ টাকা বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের ২টি দল সহায়তা করে। ঈদ উপলক্ষে ‘এরফান গ্রুপ’র অর্থায়নে প্রায় ৫ হাজার হতদরিদ্র মহিলা-পুরুষের মাঝে কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এরফান গ্রুপের চেয়ারম্যান মো. এরফান আলী বলেন, দীর্ঘদিন থেকেই জেলার অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার চেষ্টা করেছি। ‘এরফান গ্রুপ’ আগামীতেও একইভাবে সাধারণ, আর্ত-পিড়িত, অসহায়-দরিদ্র মানুষের পাশে থাকবে এবং সহায়তা করে যাবো ইনশাল্লাহ। তিনি সকলের আন্তরিক দোয়া কামনা করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই প্রতি বছর রমজান মাসে বিভিন্নস্থানের অসহায়-দরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে শাড়ি-লুঙ্গী ও নগদ টাকা বিতরণ করা হয় এরফান গ্রুপের উদ্যোগে। এছাড়া জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও রমজান মাসে প্রচুর পরিমানে অর্থ অনুদান দেয়া হয়। এরফান গ্রুপের উদ্যোগে এলাকার দুঃস্থ ও পিড়িত মানুষদেরও বিভিন্নভাবে সহায়তা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.