চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “তারণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি” শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের জেলা উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর প্রকল্প পরিচালক আবুল খায়ের হাফিজুল্লাহ্ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন (বিডা)’র প্রশিক্ষণ সমন্বয়কারী এস.এ.এ. শাফী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম শহীদ, সিটি ব্যাংকের প্রতিনিধি মোঃ তারেক মাহামুদ, ব্যাংক এশিয়া’র প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, উদ্যোক্তা মোঃ তৌফিকুল ইসলামসহ অন্যরা।
সভায় উদ্যোগক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে করনীয় বিষয়ে আলোচনা এবং উদ্যোগক্তারা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার উপর গুরুত্ব দেয়া হয়। মতবিনিময় সভায় ৫৫ জন উদ্যোগক্তা, সরকারি, বেসরকারি কর্মকর্তা অংশ গ্রহণ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.