চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৯ম জেলা সম্মেলন, সভাপতি-এ্যাড. সাইদুল, সম্পাদক-জীবন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের ৯ম জেলা সম্মেলন হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও উদীচী রাজশাহীর সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সংসদের বিদায়ী সভাপতি কামরুজ্জামান রানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন।
সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সদস্য শেখ আনিসুর রহমান, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সিপিবি’র সাবেক জেলা সভাপতি এ্যাড. সাইদুল ইসলাম, টিআইবি-সনাক জেলা সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা, গার্ল গাইডস জেলা কমিশনার গৌরী চন্দ সিতু, সিপিবি’র জেলা সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক ডা. কামাল উদ্দিনসহ অন্যরা।
বক্তরা উদীচীর গণমানুষের পাশে দাঁড়ানোর সংগ্রামের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, প্রগতিশীল সংগঠন হিসেবে উদীচী জন্মলগ্ন থেকেই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছে।
সমাজের পরিবর্তন ও উন্নয়নে সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই। শেষে রাতে দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে এ্যাড. সাইদুল ইসলামকে সভাপতি এবং আমিরুল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.