চাঁপাইনবাবগঞ্জে ইলামিত্রের জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: তেভাগা আন্দোলনের নেত্রী, নাচোলের নেত্রী ইলা মিত্রের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। বক্তব্য রাখেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসা. মার্জিনা হক, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ইব্রাহীম, মনিম উদ দৌলা চৌধুরী, ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান চন্দ্র সিং, বিচিত্রা তিরকীসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আতাতুর্ক, এন.এস.আই’র উপ-পরিচালক আলহাজ্ব মো. শামসুজ্জোহা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ’ ৫৩ বিজিবি’র অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর এখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতার, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আমল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, গৌরি চন্দ্র সিতুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আগামী ১৮ অক্টোবর ৯৩তম জন্মাবার্ষিকীতে র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ, আলোচনা সভা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইলা মিত্রের জীবনী ও কর্মকান্ড নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচীগুলো ইলা মিত্রের স্মৃতি বিজড়িত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট’ তাঁর শশুরালয় ও নাচোলে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.