চাঁপাইনবাবগঞ্জে ই’ফার উদ্যোগ: সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা ও সরকারীভাবে হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ মাহফিল

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা ও সরকারী মাধ্যমে ভাবে হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের যৌথ আয়োজনে বিভিন্ন মসজিদের ইমাম ও গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সভা হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ।
সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন পলশা ইসলামিক মিশনের প্রোগ্রামার জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
এসময় ২৫০ জন বিভিন্ন মসজিদের ইমাম ও গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এর ফিল্ড অফিসার মোঃ শরিফুল ইসলাম।
এসময় ইসলামিক ফাউন্ডেশেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও সকল মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.