চাঁপাইনবাবগঞ্জে ইউএনও হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ ॥ ৩ জনের সাজা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো নাচোল উপজেলার হাকরইল গ্রামের মো. সানাউল্লাহ’র দশম শ্রেণি পড়ুয়া মেয়ে মোসা. সাথী খাতুন।

আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিবানিশি ক্লিনিকের পাশে গোপনে বিয়ে দেয়ার সময় সংবাদ পেয়ে এই ছাত্রীকে উদ্ধার ও বাল্য বিয়ে পড়ানোর সাথে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর হোসেন।

এ সময় কনের মা মোসা. তুলন বেগম (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম, বর গোদাগাড়ি উপজেলার সারাংপুরের মো. বাবুল হোসেনের ছেলে মো. রুবেল আলী (২৩) কে ২ মাসের সশ্রম কারাদন্ড ও কাজ্বী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরের মৃত একরামুল হকের ছেলে মো. আবু হানজালা (২৩) কে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর হোসেন। বাল্য বিয়ে বন্ধে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.