চাঁপাইনবাবগঞ্জে আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমরে উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানে সারা দেশের মত অভ্যন্তরীন জেলা খাদ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর এলএসডি চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওসহ ডিলার ও কৃষকরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর মোট ২১১৫ মেট্রিক টন ধান ও ১১৩৪৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। প্রতি কেজি চাল ২৮ টাকা ও সিদ্ধ চাল ৪২ টাকা করে ক্রয় করা হচ্ছে। কৃষক অ্যাপসের মাধ্যমে এসব চাল কিনছে খাদ্য বিভাগ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.