চাঁপাইনবাবগঞ্জে আবাসিক হোটেল থেকে আটক ৬ নারী-পুরুষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারী ও ৩ পুরুষকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে, রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার টিকাপাড়া এলাকার মৃত আব্দুল গাফফারের ছেলে মো. সোহেল (৪২), জেলার সদর উপজেলার রেলবাগান পাড়ার মৃত আজিজুলের ছেলে মো. সাইদুল (৪৬), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মুরামাথা এলাকার মৃত জাহাঙ্গীর খানের ছেলে মো. আজাদ খান (৩৮), ভোলা জেলার চর-ফ্যাশন উপজেলা মো. সিদ্দিকের মেয়ে আঁখী (২৫), বগুড়া জেলার গাবতলী উপজেলার নওরাসালা এলাকার আল আমিনের স্ত্রী সীমা খাতুন (২৭) ও রাজশাহী জেলার মতিহার উপজেলার কাজলা এলাকার মো. আব্দুল আলীর মেয়ে সীমু (২৫)।

সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিশ আলী জানান, সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন আবাসিক হোটেল ‘লাল বোর্ডিং’ এ দীর্ঘদিন থেকে হোটেল ব্যবসার অন্তরালে নানা অনৈতিক কর্মকান্ড চলে আসছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সদর থানা পুলিশের একটি দল হোটেলের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে ৩ নারী ও ৩ পুরুষসহ মোট ৬ জনকে অপ্রীতিকর অবস্থায় আটক করা হয়। তবে, অভিযানের সময় হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে যায়। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.