চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি-সনাকের সহযোগিতায় এসব কর্মসূচী পালন করা হয়।

আজ রবিবার সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান।

বক্তব্য রাখেন, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, সনাক’র সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম রেজা সহ শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচনা সভার শুরুতেই আর্ন্তজাতিক তথ্য অধিকার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এনডিসি খাদিজা বেগম।

সভায় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকতা মো. শফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা আখতার, কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, সনাক জেলা শাখার সহ-সভাপতি রাইহানুল ইসলাম লুনা, সনাক সদস্য গৌরী চন্দ্র সেতু, গোলাম ফারুক মিথুন, এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, ইয়েস গ্রুপের আহব্বায়ক আশরাফুল ইসলাম সাগর সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.