চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে।

আজ রোববার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাশরুবা ফেরদৌস।

বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, একই কলেজের অব. অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, মহিলা অধিদপ্তরের অব. উপ-পরিচালক মমতাজ বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, জেলা পরিষদ সদস্য মোসা. হালিমা বেগমসহ অন্যরা।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা গার্ল গাইডস এর জেলা কমিশনার গৌরি চন্দ সিতু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রভাতী মাহতো, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন বেগমসহ বিভিন্ন সেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, নারী উদ্যোক্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.