চাঁপাইনবাবগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের মতবিনিময় ॥ নানা অনিয়মের অভিযোগ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যদের মতবিনিময় সভা হয়েছে। আজ বুধবার সকালে শহরের বালুবাগানস্থ সিটি টাওয়ারে (নির্মানাধীন) নিচতলায় এই সভা হয়।

সভায় সমিতির বিভিন্ন আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন বক্তারা। কল্যান সমিতির সদস্য আলহাজ্ব মো. ফরজান আলীর আহবানে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সভাপতি আলহাজ্ব মো. আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মজিবুর রহমান। বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারী কলেজের অব. উপাধ্যক্ষ আলহাজ্ব মো. ইব্রাহীম, অব. কৃষি অফিসার মো. আফতাব উদ্দিন, সদস্য আলাহাজ্ব মো. রফিকুল ইসলাম, মো. আবুল হোসেন, রবিউল আলম, আব্দুল মান্নান, রেজাউল করিম নজরুল ইসলামসহ অন্যরা।

সমিতির সদস্য আবু তাহের ডলারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মো. মনসুর রহমান, আব্দুস সামাদ, মো. শাহজামাল, মো. কামরুজ্জামানসহ অর্ধশতাধিক সমিতির সদস্যগণ। “অন্যায় করবো না, অন্যায়কে প্রশ্রয় দিবো না” শ্লোগানে কল্যানের নামে সমিতিতে চলা অকল্যান বন্ধ করতে তদন্ত কমিটিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান বক্তারা।

বক্তারা অভিযোগ করেন, লক্ষ লক্ষ টাকা বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাব-নিকাস ছাড়াই ব্যয় দেখিয়ে আত্মসাৎ করেছেন। বিষয়টির প্রতিবাদ করলে সদস্যদের উপর ক্ষিপ্ত, এমনটি লাঞ্ছিতও করেন। উপদেষ্টা কমিটি গঠনের নিয়ম থাকলেও বার বার তাগাদা দিয়েও সেটা হয়নি। সব মিলিয়ে আর্থিকসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে এবং তদন্ত কমিটি করে এসব অনিয়মের প্রতিকারের জোর দাবী জানান বক্তারা।

সমিতির বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পাটোয়ারী সকল অভিযোগ অস্বীকার করে বিটিসি নিউজকে বলেন, সমিতি সুষ্ঠুভাবে চলছে।

আগামী মার্চ-২০২০ এ নতুন কমিটি গঠনের সময় ঘনিয়ে এসেছে। কিছু সদস্য সাধারণ সদস্যদের মাঝে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিরুপ ধারণা সৃষ্টির জন্যই এসব করছে।

আমরা দায়িত্ব নিয়ে সমিতির ফান্ড অনেক বেশী স্থিতি করতে পেরেছি। সাধারন সদস্যদের মাঝে আমাদের বিরুদ্ধে নানা কথা ছড়াচ্ছে। এছাড়া কিছু নয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.