চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোট গ্রহণের জন্য সকল কেন্দ্রে ভোটের উপকরণ পৌছানোসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে একটানা।

আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চত্বরে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী উপকরণ তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা জেগম, তাহমিনা আফরোজ ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা।

একইভাবে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের অন্যান্য সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারে সেজন্য নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিস।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১১ লক্ষ ৭৫ হাজার ৭’শ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সদর আসনে ভোটার ৩ লক্ষ ৮২ হাজার ৫’শ ৮০জন। এর পুরুষ ভোটার ১ লক্ষ ৯১ হাজার ৫৬ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৯১ হাজার ৫’শ ২৪জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৬ হাজার ১’শ ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১২ হাজার ৪’শ ৩৯ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ৩ হাজার ৬’শ ৯৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৭৭ হাজার ৯১জন। গোমস্তাপুরে মোট ভোটার ১ লক্ষ ৯৬ হাজার ২’শ ৯৮ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৯’শ ২৫ জন এবং মহিলা ভোটার ৯৯ হাজার ৩’শ ৭৩ জন। ভোলাহাটে মোট ভোটার ৭৪ হাজার ১’শ ৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১’শ ৪৩ জন এবং মহিলা ভোটার ৩৮ হাজার ৫৩ জন। এবং নাচোলে মোট ভোটার ভোটার ১ লক্ষ ৬ হাজার ৫’শ ৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৪৩ জন এবং মহিলা ভোটার ৫৩ হাজার ৫’শ ১৪ জন বলে জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবঞ্জের ৩টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪’শ ৬৭টি। জেলায় মোট ভোট কক্ষের সংখ্যা ২ হাজার ৩’শ ৩৪টি। এর মধ্যে সদর আসনে ১’শ ৫০টি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১’শ ৫৮টি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে ১’শ ৫৯টি। তবে একটি সুত্রে জানা গেছে, জেলায় অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় শতাধিক। জেলায় ৪’শ ৬৭ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোট গ্রহণ করবেন ২ হাজার ৩’শ ৩৪জন সহকারী প্রিজাইডিং অফিসার। প্রতিটি কেন্দ্রে ১২জন আনসার-ভিডিপি সদস্য, পুলিশ কর্মকর্তাসহ ২জন পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের টীম টহলরত থাকবে। প্রতিটি প্রায় ২০জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন ৩টি সংসদীয় আসনে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। নির্বিঘেœ ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোট প্রদানের জন্য সকল নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণসহ নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য জেলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.