বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: স্বৈরাচার সংগঠন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং আনন্দ উল্লাস করায় মোঃ সাকিল (২৮) নামের একজন কে রবিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাকিল জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মোঃ মাসুদ এর ছেলে।
শাকিল শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের একটি মামলার আসামীও।
শাকিল আওয়ালীগের নেতা হিসেবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলেও জানা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে জানান, আওয়ামীলীগ ও অংগ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং আনন্দ উল্লাস করায় মোঃ সাকিল (২৮) নামের একজন কে রবিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিলকে শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের একটি মামলার আসামী হিসেবে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.