চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩২ ভিক্ষুককে পূনর্বাসন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩২ জনকে ভিক্ষুককে পূনর্বাসন করা হয়েছে। আজ বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩২ জনকে ভিক্ষুককে পূনর্বাসনের লক্ষে ৭ জন ভিক্ষুককে ধান, ৮ জনকে দোকান, ৩ জনকে সাড়ি, কাপড় ১ জনকে চিঁড়া, মুড়ি ও ১৩ জনকে ছাগল দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) ড. হুমায়ন কবির।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। আরও উপস্থিত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বী, শিবগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্জন কুমার দাস, শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরাম সভাপতি তৌহিদুল আলম টিয়াসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের দারিদ্র বিমোচনে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন বক্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.