চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জের “শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার খাইরুল মোড়স্থ শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে এসে কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটের অতিথিরা। শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহা. সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভা মেয়র এ.আর.এম আজরী কারিবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার হারুন অর রশিদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী ও সদস্য জিয়াউল হকের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, জেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ দৌলা, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. এমরান হোসেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রিজভী আলম রানাসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যগণ, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সমাজের বিভিন্ন উন্নয়নের সহায়তা শক্তি। তাদের সংবাদের ভিত্তিতে দেশের সার্বিক পরিবর্তন হতে পারে। সমাজের উন্নয়নের জন্য সংবাদকর্মীরা নিজের জীবন ঝুঁকি ভেবেও দেশের উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রান্তে ছুঁটে সংবাদ সংগ্রহ করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেন। শুধু তাই নয়, সংবাদকর্মীরা প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করে।

আর শিবগঞ্জ উপজেলার বিভিন্ন অনিয়ম, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চোরাকারবারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে অনিয়ম, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চোরাকারবারীদের ছোঁবলের হাতে রক্ষা করতে কাজ করেন। বক্তারা “শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব” এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এর আগে প্রয়াত শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.