চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভার্মি কম্পোজ সার-সজিনা চাষ ও অনুজীব বিষয়ে প্রশিক্ষন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কেঁচো সার উৎপাদন, সজিনা চাষ বৃদ্ধি ও অনুজীব বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ নিরাপদ কৃষি ঘর শিবগঞ্জ শাখার আয়োজনে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ কৃষি অফিসের সহযোগীতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। বাংলাদেশ নিরাপদ কৃষি ঘর শিবগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা মোঃ জামালুল ইসলাম জামালের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সুলতান আলী এবং বাংলাদেশ নিরাপদ কৃষি ঘর শিবগঞ্জ শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আবুল কালাম আজাদ।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ নিরাপদ কৃষি ঘর শিবগঞ্জ শাখার এ্যাডমিন মোহাঃ সানাউল্লাহ সুমন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ ভার্মি-কম্পোষ্ট এ্যাসোসিয়েশনের কোষাধাক্ষ মোহাম্মদ শফিকুল আলম শাহিন, সাংগঠনিক সম্পাদক নাজমুস শাহদাত এবং মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ বেবিয়ারা খাতুন। চাঁপাইনবাবগঞ্জ-সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৬০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী রওশন ইসলাম বাংলাদেশ নিরাপদ কৃষি ঘরের উদ্যোক্তাদের প্রসংশা করে বলেন, সরকারী নির্দেশনার বাইরে যে সব সংগঠান কৃষি ক্ষেত্রে এ ধরনের অবদান রাখছে তাদের পাশে সরকার আছে এবং সহযোগীতা করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.