শিবগঞ্জের জমিনপুর সীমান্তে মাদক ব্যবসায়ীদের বাড়ির মালামাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালিয়ে উপজেলার বিনোদপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার জমিনপুর গ্রামে মাকদ ব্যবসায়ী বাড়ির মালামাল জব্দ করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ (সার্কেল) মো. ইকবাল হোছাইন জানান, জমিনপুর এলাকার মাদক মামলার তিন আসামী মামলত আলীর ছেলে গামা, কাসিমুদ্দিনের ছেলে আলাউদ্দীন ও এরফান আলীর ছেলে আবু ডিলার দীর্ঘদিন পলাতক থাকায় আদালতের নির্দেশে তাদের বাড়ীর সমস্ত মালামাল জব্দের আদেশ দেন।
সেই আদেশ অনুযায়ী মিডিয়া কর্মী ও এলাকার সকলের উপস্থিতে তাদের বাড়ীর সমস্ত মালামাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মাহতাব আলী, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক, শিবগঞ্জ থানার এস.আই গোলাম মোস্তফা, এস.আই শ্যামল কুমারসহ পুলিশের সদস্য ও স্থানীয় ইউপি সদস্যরা।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.