চাঁপাইনবাবগঞ্জের মার্শাল আর্ট রোকেয়াকে ‘এরফান গ্রুপ’র অনুদান প্রদান

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের মার্শাল আর্ট মোসা. রোকেয়া খাতুনকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ‘এরফান গ্রুপ’র প্রধান কার্যালয় সদর উপজেলার আতাহার বুলনপুরে রোকেয়ার হাতে নগদ ৫০ হাজার টাকা ও ‘এরফান গ্রুপ’র গিফট প্যাকেট তুলে দেন ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলী। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদূর্গাপুরের মো. মুন্তাজ আলীর মেয়ে মোসা. রোকেয়া খাতুন ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্শাল আর্ট প্রতিযোগিতায় মোট ১৮টি বিভিন্ন পদক লাভ করেন। এর মধ্যে স্বর্ণপদক-১১টি, রৌপ্য পদক-৪টি তাম্র পদক ৩টি। চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান রোকেয়া ২০১৪-১৫ সালে জেলা জুডো কারাট প্রতিযোগিতায় ১টি স্বর্ণপদক, একই সালে জুডো কারাট প্রতিযোগিতায় ১টি তাম্র পদক।

২০১৫-১৬ সালে জেলা জুডো কারাট প্রতিযোগিতায় ১টি স্বর্ণপদক, একই সালে জুডো কারাট প্রতিযোগিতায় ১টি তাম্র পদক লাভ করে। ২০১৫ সালে ৪র্থ বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় ১টি স্বর্ণপদক, ৪র্থ বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক যুডো প্রতিযোগিতায় ১টি তাম্র পদক লাভ করে। ২০১৬ সালে ২৪তম জাতীয় কারাট প্রতিযোগিতায় ১টি রৌপ্যপদক লাভ করে। ২০১৭ সালে ওয়ার্ল্ড গেমস কারাট প্রতিযোগিতায় ১টি স্বর্ণপদক, ওয়ার্ল্ড গেমস জামস্ প্রতিযোগিতায় ১টি স্বর্ণপদক,

৯ম আন্তর্জাতিক স্পিডবল ক্লাব চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ১টি স্বর্ণপদক, একই সালে স্কাই ইন্টারন্যাশন্যাল কারাট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ১টি স্বর্ণপদক, একই সালে ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় ১টি স্বর্ণপদক, একই সালে বাংলাদেশ কারাটে ফেডারেশনের কারাটে প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহণ, ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় ১টি রৌপ্যপদক, একই সালে বাংলাদেশ ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় রৌপ্যপদক, একই প্রতিযোগিতায় সেম্বোতে ১টি স্বর্ণপদক, একই প্রতিযোগিতায় কুরাশে ১টি স্বর্ণপদক, একই সালে শেখ কামাল ইন্দো-বাংলা ড্রপ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ১টি রৌপ্যপদক লাভ করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদূর্গাপুরের মেয়ে মোসা. রোকেয়া খাতুন মার্শাল আর্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় ১১টি স্বর্ণপদক, ৬টি রৌপ্য পদক এবং ৩টি তাম্র পদক লাভ করে দেশের তথা চাঁপাইনবাবগঞ্জ জেলার মুখ উজ্জল করেন এবং বিদেশে বাংলাদেশের সম্মানও বৃদ্ধি করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.