চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বঙ্গবন্ধুকে অবমাননাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট মুশরিভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে গান পরিবেশনকালে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপমানের ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষাথী, শিক্ষক ও অভিভাবকরা।

আজ শনিবার সকালে উপজেলার মুসরিভূজা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন সাদা মনের মানুষ জিয়াউল হক, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজগর আলী, শিক্ষক রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম, তোহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আফাজ উদ্দিন, নির্যাতিত ছাত্রী ইশরাত জাহান বর্ষা, ছাত্র জামাল উদ্দিনসহ অন্যরা।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি মুশরিভুজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের নবীন-বরন ও বিদায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান পরিবেশনের সময় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর গানের ডায়রী ছুড়ে ফেলে দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয় বিএনপির কমী। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর স্বজনরা থানায় মামলা করলে মূল অভিযুক্তসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.