চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী ভিাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু ও নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ। উপস্থিত ছিলেন নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী।

উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন নাচোল সরকারী কলেজের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাইরুল আনাম, উপজেলা কৃষিকর্মকর্তা এ.কে.এম সাদিকুল ইসলাম, পশু সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী শাহ মোঃ মুঞ্জুরুল ইসলাম, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাধারণ সম্পাদক এ.কে.এম জিলানী, সাংবাদিক শহিদুল ইসলামসহ অন্যরা।

সভায় এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূগর্ভস্থ্য পানির অপচয় রোধ, বৃষ্টির পানির ব্যবহার, মাদক প্রতিরোধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নসহ, উজির শাহ দরগার ও ঐতিহাসিক আলীশাহপুর মসজিদ সংরক্ষন বিষয়ক আলোচনা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.