চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আঃলীগের প্রার্থী ৪৫ জন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে নৌকার প্রতীকে নির্বাচন করতে মনোনয়ন ফরম তুলেছেন ৪৫ জন। বর্তমান সংসদ সদস্য ও প্রচার প্রচারণায় থাকা নেতাদের বাইরেও অনেক নতুন মুখকে মনোনয়ন ফরম তুলতে দেখা গেছে।

রাজশাহী বিভাগের ফরম বিতরণ ও গ্রহণ বুথের দায়িত্বে থাকাদের একজন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ওয়ালিউর রহমান বুলেট মনোনয়ন ফরম উত্তোলন কারীরা বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখনো সময় আছে দুই-একজন বাড়লেও বাড়তে পারে।

কোন আসনে কয়জন ফরম তুললেন?

চাঁপাইনাবগঞ্জের তিনটি আসনের মধ্যে সবচেয়ে বেশি ফরম সংগ্রহ করেছে চাঁপাইনবাবগঞ্জ দুই আসন থেকে, এখানে ১৯জন ফরম সংগ্রহ করেছেন, এরপরেই আছে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন, এখানে ১৪জন আর চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন।

চাঁপাইনাবগঞ্জ-১:

এই আসনে মনোনয়ন ফরম উত্তোলনকারীদের মধ্যে শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর ভাই কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলামও রয়েছেন।

তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলনের কথা তিনি পরিবর্তন ডটকমকে টেলিফোনে নিশ্চিত করেছেন।

এই আসনে বর্তমান সংসদ সদস্য গোলাম রাব্বানী, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার এনামুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা শামিল উদ্দীন আহম্মেদ শিমুল, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দীন, জেলা যুবলীগের সহ সভাপতি তৌহিদুল আলম, আওয়ামী লীগ নেতা ফরমান আলী, আমিনুল ইসলাম, বেনাউল ইসলাম, এ কে এম আজমল হক, দেলোয়ার হোসেন, বজলুর রশিদ, আব্দুল কাদের, রবিউল ইসলাম, আব্দুর রহমান, আবু আহম্মদ নাজমুল কবির, শিবগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ-২:

এই আসনে মনোনয়ন পেতে ফরম তুলেছেন ২০ নেতা, এই সংখ্যা শেষ দিকে আরো দুই একজন বাড়তেও পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার কাণ্ডারি হতে চান, বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, সাবেক সংরক্ষিত আসনের এমপি শওকত আরা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ মোঃ জিয়াউর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি খিতিশ চন্দ্র আচারী, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল আলম জোয়াদ্দার (সৈকত জোয়াদ্দার), জেলা কৃষক লীগের সহ-সভাপতি মু. খুরশিদ আলম, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল হক চুন্নু ডাক্তার, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, শেখ মোহাম্মদ সানাউল্লাহ, ডা অজিত কুমার দাস, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আফসার আলী, গোমস্তাপুর থানা কৃষকলীগের সভাপতি শাহ আল শফি আনসারী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, আওয়ামী লীগ নেতা মনিমুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা সাখলায়েন আলম।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর):

সদর আসনে দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ৯ জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ, সামিউল হক লিটন, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান বেঞ্জু, ইমরুল হোসেন তাং, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাকিনা খাতুন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.