চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ আল শফি আনসারীকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান মোঃ হুমায়ন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুল ইসলাম আজম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহজামাল আনসারীর মৃত্যুতে পদটি শুন্য হওয়ায় গত ৩০ ডিসেম্বর উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.