চাঁদের ফার সাইডে প্রথম নামলো রোবটিক মহাকাশযান

বিটিসি নিউজ ডেস্ক আজ বৃহস্পতিবার  পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে দূরবর্তী স্থানে (ফার সাইড) বিশ্বে এই প্রথম চীনের রোবটিক মহাকাশযান সফলভাবে অবতরণ করেছে।

আজ বেইজিং সময় সকাল ১০টা ২৬ মিনিটে মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরু-এটকেইন বেসিনে অবতরণ করে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়।

এখনও কোনো নাম না দেওয়া মহাকাশযানটি চাঁদে বহন করে নিয়ে গেছে ভূতাত্বিক অঞ্চলের চিহ্নিত এবং প্রয়োজেনীয় বিভিন্ন জিনিসপত্র। সেইসঙ্গে জৈবিক গবেষণার জিনিসপত্রও রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই সফল অবতরণটিকে বলছে, মহাকাশ গবেষণায় এটি একটি বড় মাইলফলক।

সংবাদমাধ্যম জানিয়েছে, যদিও চাঁদের অন্যান্য দিকে এর আগেও মহাকাশযান অবতরণ করেছে। কিন্তু পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে দূরবর্তী স্থানে, যেদিকটা কখনও পৃথিবীর মুখোমুখি হয় না, সেখানে বিশ্বে এটাই প্রথম কোনো মহাকাশযানের অবতরণ।

এর আগে সাম্প্রতিক সময়ে প্রাথমিকভাবে নাম দেওয়া চেঞ্জ-৪ মহাকাশযান ওই স্থানে অবতরণের প্রস্তুতির জন্য তার কক্ষপথে গতি কমিয়ে দেয় বলে খবর পায় কর্তৃপক্ষ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.