চাঁদের পাথর পুনরুদ্ধারে ৪৪ বছর পর অভিযানে চীন

(চাঁদের পাথর পুনরুদ্ধারে ৪৪ বছর পর অভিযানে চীন)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ১৯৭০ সালের পর প্রথমবারের মতো চাঁদের পাথর পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সেই প্রচেষ্টা শুরু করতে যাচ্ছে চীন।
মানুষবিহীন চ্যাং’ই-৫ প্রব আগামী মঙ্গলবার উৎক্ষেপণ করা হবে। সেটাই পরে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে আনবে যা চাঁদের উৎস ও গঠন বোঝার কাজে সাহায্য করবে।
এই ধরনের সর্বশেষ অভিযানের নাম ছিলো লুনা ২৪। সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৭৬ সালে তা পরিচালনা করে।
এবারের অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পরে চীন হবে বিশ্বের তৃতীয় দেশ, যারা চাঁদের পাথর পুনরুদ্ধার করবে।
চ্যাং’ই-৫ মহাকাশযানের নামকরণ করা হয়েছে চীনা প্রাচীন চাঁদের দেবীর নামানুসারে। লং মার্চ ৫ রকেটে করে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। চাঁদের ঝড়ের সমুদ্র নামের অনুন্মোচিত অংশ থেকে ২ কেজি নমুনা সংগ্রহ করে নিয়ে আসতে চেষ্টা করবে সে।
১৯৭৬ সালের ওই অভিযানে যেখানে সংগ্রহ করা হয়েছিলো ১৭০ গ্রাম নমুনা। আর অ্যাপোলো অভিযানে মানুষ গিয়ে সংগ্রহ করেছিলো ৩৮২ কেজি মাটি ও পাথর।
বিশেষজ্ঞদের আশা, চাঁদ কতদিন আগ্নেয়গিরিরূপে সক্রিয় ছিলো এবং কখন সূর্যের বিকিরণ থেকে চাঁদের জীবন রক্ষাকারী চৌম্বকীয় ক্ষেত্র নষ্ট হয়েছে তা বুঝতে আরো বেশী সহায়তা করবে চ্যাং’ই-৫।
২০১৩ সালে প্রথম চাঁদে যায় চীন।  আগামী এক দশকর মধ্যে মঙ্গল থেকেও নমুনা সংগ্রহে আশাবাদী দেশটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.