চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে মারপিটের অভিযোগ

নাটোর প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে চাঁদা না দেওয়ায় সিনথিয়া কনস্ট্রাকশনের ঠিকাদার মোঃ আলাউদ্দিন নয়ন (৩৫ কে মারপিটের অভিযোগ উঠেছে ৭ যুবকের বিরুদ্ধে।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধায় উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর রশিদিয়া মাদরাসার চার তলা ভবনের নির্মাণ কাজ চলাকালে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ঠিকাদার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ৭ যুবকের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আহত নয়ন জানান,‘ তিনি রশিদিয়া মাদরাসার নির্মান কাজ করছিলেন। কাজও শেষ।
বুধবার দুপুরে স্থানীয় সোহেল আহমেদ, কালু হোসেনসহ আরও ৫ জন এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাওয়ায় তার ওপর অতর্কিত হামলা চালায় এবং চাঁদা না দেওয়া পর্যন্ত মালামাল নিয়ে যেতেও দিবেনা মর্মে হুমকী দেয়।
তবে অভিযুক্ত যুবক সোহেল আহম্দেসহ তার বন্ধুরা মারপিটের বিষয় অস্বিকার করেছেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।\
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.