চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিযাত্রী নাজমা আক্তার (৫৫) নামের এক সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করেছে। তবে, চালক পলাতক রয়েছে।
নিহত নাজমা আক্তার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর হাজীগঞ্জের দক্ষিণ ইউনিয়নের বাজনাখাল এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী। দুই মেয়ে ও এক ছেলের মা নাজমা পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী এলাকায় থাকতেন।
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল রুশদী বলেন, ‘নাজমা আক্তার সিএনজি করে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী বোগদাদ পরিবহণের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গেলে নাজমা আক্তার গুরুতর আহত হন। পরে সেখান থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুশান্ত বিশ্বাস তাঁকে মৃত ঘোষণা করেন।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিটিসি নিউজকে বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.