চাঁদপুরে দীপুমনি’র বাসভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

 

চাঁদপুর প্রতিনিধি: শেখ হাসিনার পদত্যাগের পর চাঁদপুর শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই বিজয় উল্লাস করে সবদিক থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। শত শত মানুষ চাঁদপুর শহরের শপথ চত্বরে জড়ো হন।
আজ সোমবার (০৫ আগস্ট) দুপুরের পর শহরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন দলের নেতাকর্মী, আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষ প্রতিটি রাস্তায় অবস্থান নেয় এবং মিছিল করে। এ সময় কওমি মাদ্রাসার ছাত্রদেরও শহরে মিছিল করতে দেখা গেছে।
একপর্যায়ে চাঁদপুর পৌরসভা কার্যালয়, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপুমনির কদমতলা রোডের বাসভবন, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের আদালতপাড়ার বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
আবারও হামলা করে জ্বালিয়ে দেওয়া হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়। নতুনবাজার মোড়ে আশপাশের আওয়ামী লীগের নেতাদের স্থাপনায়ও হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
চাঁদপুরে বর্তমানে কয়েক হাজার জনতা রাজপথে অবস্থান করছেন। ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। সহিংসতা শহর থেকে গ্রামগঞ্জেও ছড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এদিকে বিকালে শপথ চত্বরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়ে বিজয় উল্লাস করে।
এ সময় জেলা বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ নেতারা বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.