চল্লিশ কেজির বাঘাইড়ে ব্যবসায়ীর পকেটে ৪৪ হাজার টাকা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় দু’জেলের জালে ৪০ কেজির বাঘাইড় মাছ ধরা পড়েছে। গতকাল রোববার (২১ নভেম্বর) দিবাগত ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার খাল ঘটে এ মাছটি ধরা পড়ে। ওই দুজন জেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নাসির হালদার ও যাইনুদ্দিন।
আজ সোমবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট এলাকার মাছ পট্টিতে মাছটি ৯০০ টাকা কেজি দরে পাইকারি ৩৫ কেজি ওজন দিয়ে বিক্রি করেন। ওই বাঘইড় মাছটি ক্রয় করেন মোজাম্মেল নামের এক মাছ ব্যবসায়ী।
মাছ ব্যবসায়ী মোজাম্মেল বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আমি পাইকারি ৩৫ কেজি ওজনে মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনেছি। মোট সাড়ে ৩১ হাজার টাকায়। পরে আমি মাছটি এগারশ টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় বিক্রি করি।
নাসির উদ্দিন জানান, সাধারণত এসব মাছ অগভির নদীতে কম ধরা পড়ে। গত ৩ বছর আগে একই স্থানে ৪০ কেজির ওজনের আরেকটি বাঘাইড় মাছ ধরা পড়েছিল আমাদের জালে। এ মাছটি ধরার সময় আরও ১০ জন জেলে শ্রমিক উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.