চলে গেলেন বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ সকাল ১১টার কিছু পরে কলকাতার এস এস কে এম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১বছর।
বার্ধক্যজনিত ও কিডনির সমস্যা নিয়ে ১৯শে জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
তাঁর প্রয়ানে শোক জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,রাজ্যপাল জগদীপ ধনকর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গেছেন।
টালিগঞ্জের সমস্ত শিল্পী ও কলাকুশলীরা তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।
তাঁর পরিচালনায় প্রথম ছঁবি উত্তম সুচিত্রা অভিনীত ‘চাওয়া পাওয়া’। পাঁচ বার জাতীয় পুরস্কারে ভূষিত হন।পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার ও। অনেক নতুন প্রজন্মের অভিনেতার হাতেখরি তাঁর হাত দিয়ে। আজ সকলেই শোকাহত।
তাঁর পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে প্রয়াত পরিচালকের ইচ্ছা অনুযায়ি কোন শোকমিছিল বা অনুষ্ঠান হবে না।তাঁর দেহ ও চোখ দান করা হয়েছে বলে পরিবারের তরফ থেকে জানান হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.