চলে গেলেন তৃণমূলের বর্ষীয়ান মন্ত্রী সাধন পান্ডে

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইতে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা মন্ত্রী মাননীয় সাধন পাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি ১৯৮৫ থেকে বড়তলা কেন্দ্র অধুনা মানিকতলা কেন্দ্র থেকে টানা বিধায়ক পদে আসীন ছিলেন।
প্রথম দিকে তিনি ছিলেন কংগ্রেসের বিধায়ক। তারপর ১৯৯৮ তে তৃণমূলের প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত বিধায়ক হয়ে মন্ত্রী হন। পেশাগত দিক দিয়ে তিনি ছিলেন প্রতিস্ঠিত আইনজীবী।
১৬ই জুলাই থেকে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হতে তাঁকে মুম্বাইতে নিয়ে যাওয়া হয়। সেখানেই এতদিন তাঁর চিকিৎসা চলছিল।আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক জ্ঞাপন করেছেন। শোক জ্ঞাপন করেছেন মাননীয় রাজ্যপাল সহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা ও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্দ্ধনমিত রাখা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.