চলনবিলে বঙ্গবন্ধু ধান-১০০ পরিদর্শনে কৃষি কর্মকর্তারা


নাটোর প্রতিনিধি: সরকারের উৎপাদন লক্ষ মাত্রা অর্জনে নাটোরের সিংড়ার চলনবিলে নতুন ধানের সমারোহ হয়েছে। নতুন প্রযুক্তির জাত ও উচ্চ ফলন স¤পূর্ণ কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের জন্য এসব জাতের ধান চাষাবাদ হচ্ছে।
বিশেষ করে সম্প্রতি অবিষ্কৃত বঙ্গবন্ধু ধান ১০০ কৃষকের মাঝে সাড়া ফেলবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোহাম্মাদ ইয়াছিন আলী ও সিংড়ার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা।
গতকাল বুধবার বিকাল ৫টায় চলনবিলের পেট্রোলবাংলা পয়েন্টে কৃষক পর্যায়ে বিভিন্ন জাতের ধানের প্রদশর্নী পরিদর্শন শেষে এসব কথা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন- চলনবিল জীববৈচির্ত্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিংড়ার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, হারুন অর রশিদ প্রমুখ।
এছাড়াও সিংড়ার চলনবিলে বি-ধান-২৯ এর বিকল্প হিসেবে বি-ধান-৮৯ ও বি-ধান-৯২ চাষাবাদ হচ্ছে। এবং মিনিকেট এর বিকল্প বি-ধান-৮১ চাষাবাদ হচ্ছে। যেটা ঝড়ে পড়বে না এবং অধিক ফলন স¤পূর্ণ। বি-ধান-৮৮, ৮৬ সহ নতুন জাতের ধান চাষাবাদ হচ্ছে বলে স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.