চলনবিলের নেদারল্যান্ডস হাইকমিশনের কর্মকর্তাদের মতবিনিময় সভা


নাটোর প্রতিনিধি: একশো বছরের পরিকল্পনা প্রনয়ণের লক্ষে সিংড়ার চলনবিল পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবেশকর্মী, কৃষক ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় করেছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশেস্থ নেদারল্যান্ডস হাইকমিশনের ৬জন উর্ধ্বতন কর্মকর্তা।
আজ মঙ্গলবার দুপুরে সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। পরে সাতপুকুরিয়া মৎস্যজীবিদের জীবন-জীবিকা ও চলনবিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন আগত কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, নেদারল্যান্ডস হাইকমিশনের কর্মকর্তা মার্টিন ডি গ্রুপ, জলবায়ু পরিবর্তন প্রতিনিধি মিস লায়লা, ওসমান হারুনী, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও এম.এম সামিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, চলনবিল জীববৈচির্ত্য রক্ষা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.