চলনবিলের দুরন্ত মাঝি’ উপাধিতে ভূষিত হলেন পলক

 

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘চলনবিলের দুরন্ত মাঝি’ উপাধিতে ভূষিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানে সিংড়া সচেতন নাগরিক সমাজ তাকে এই উপাধিতে ভূষিত করেন।

দেশপ্রেম, সম্প্রীতি, সুশাসন, উন্নয়ন এই শ্লোগান নিয়ে অরাজনৈতিক সংগঠন ‘সিংড়া সচেতন নাগরিক সমাজ’ এর আত্মপ্রকাশ এবং উপাধি স্বারক প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন সিংড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু, প্রফেসর ডঃ ফিরোজ আহমেদ সোহাগ, প্রফেসর মুর্শেদুর রিপন, প্রফেসর নাসরিন আক্তার প্রমূখ। কবিতা আবৃত্তি করেন, প্রফেসর ডঃ আশরাফুল ইসলাম, কবি মাহবুব মান্নান ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিংড়া সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব এমরান আলী রানা। পরিচারনা করেন, সাংবাদিক রাজু আহমেদ ও কনিকা দাস।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মো: নাসিম উদ্দীন নাসিম ।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.