চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান সিংড়ায় শতাধিক বস্তা শামুক-ঝিনুক জব্দ

নাটোর প্রতিনিধি: সিংড়ার চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার নিঙ্গইন ও তেলিগ্রাম বিলে অভিযান চালিয়ে মজুত রাখা শতাধিক বস্তা শামুক, ঝিনুক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
পরে জব্দকৃত শামুক, ঝিনুক বিলের পানিতে অবমুক্ত করা হয়।
উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের লোকজন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল বলেন, তারা চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় এক যুগ ধরে কাজ করছেন। বিলের পাখি রক্ষায় কাঁকডাকা ভোরে বিলের দূর্গম এলাকায় ছুটে চলেন।
সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরণ করেন। তারপরও বৃহৎ এই বিলের জীববৈচিত্র্য পাচার ও ধ্বংস করা হচ্ছে। সচেতনতাই এই জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষার একমাত্র হাতিয়ার।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিল জীববৈচিত্র্য ভরপুর একটি এলাকা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই বিলের শামুক, ঝিনুক, কাঁকড়া ও জীববৈচিত্র্য নিধনের সাথে জড়িত। বিলের জীববৈচিত্র্য সহ উপকারী জলজপ্রাণি রক্ষায় প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে।
আজকের এই অভিযানে ঘটনাস্থলে কাউকেও পাওয়া না গেলেও প্রায় শতাধিক বস্তা শামুক, ঝিনুক জব্দ করে অবমুক্ত করা হয়েছে। বিলপাড়ের সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
এরপরও কেহ বিলের শামুক-ঝিনুক ব্যবসার সাথে জড়িত থাকলে সাজার আওতায় আনা হবে। আর নিয়মিত প্রশাসনের এই অভিযান চলবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.