চলতি বছরেই লড়াই শেষ করতে চায় ইউক্রেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক বলেছেন, কিয়েভ ও তার অংশীদারদের লক্ষ্য—চলতি বছরেই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অবসান ঘটানো।
ইন্টারফ্যাক্স-ইউক্রেন সংবাদ সংস্থার প্রতিবেদনে এ কথা বলা হয়। ওই প্রতিবেদনে ইউক্রেন-ফ্রান্স ফোরামে সাকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমাদের সাধারণ কাজ হলো এই বছর ইউক্রেন ভূখণ্ডে এই যুদ্ধের পরিসমাপ্তি নিশ্চিত করা।’
ইউরি সাক গতকাল শুক্রবার (১০ মার্চ) তাদের ইউক্রেনের অংশীদারদের এ কথা বিশ্বাস করার আহ্বান জানান যে, ইউক্রেন ‘এই বছর শত্রুকে পরাস্ত করতে সক্ষম।’
সাক বলেন, ‘সংঘাতের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে প্রায় দুই লাখ সেনা ছিল, কিন্তু এখন দেশটিতে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা হয়েছে, যেখানে প্রায় ১০ লাখ সৈন্য রয়েছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.