চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আইসিইউ-তে ভর্তি

ঢাকা প্রতিনিধি: গুণী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে এই গুণী নির্মাতা ও অভিনেতাকে। পারিবারিক সূত্রে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তার দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা চলছে বলে জানা গেছে।

এর আগে চলতি বছরই অসুস্থ হয়ে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছিলেন।

৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব বহুমুখী প্রতিভাধর একজন মানুষ। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি নির্মাণ করেছেন ‘সুন্দরী’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো কালজয়ী সিনেমা।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.